দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আবার হাজার কোটি টাকার নিচে নেমে গেছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার এই বাজারে লেনদেন কমে ৯২৫ কোটি টাকায় নেমেছে। ১১ কার্যদিবস পর ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকার নিচে নামল।
লেনদেনের পাশাপাশি কমেছে মূল্যসূচকও। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এদিন ৫৩ পয়েন্ট কমে হয়েছে ৬ হাজার ২৮৩ পয়েন্ট। টানা পাঁচ কার্যদিবস ধরে সূচক কমছে এ বাজারে। তাতে ৯ কার্যদিবস পর ডিএসইএক্স সূচকটি আবার ৬ হাজার ৩০০ পয়েন্টের নিচে নেমে এসেছে। সর্বশেষ ৪ ফেব্রুয়ারি এ সূচক ৬ হাজার ২৮১ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিল।