অজানা রোগে চার দিনের ব্যবধানে দুই বোনের মৃত্যুর পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে থাকা শিশুদের মায়েরও জ্বর এসেছে বলে জানিয়েছেন চিকিৎসক।
রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষক মনজুর রহমানের ছোট মেয়ে বুধবার এবং বড় মেয়ে শনিবার মারা যায়। তারা বরই খেয়ে জ্বরে আক্রান্ত হওয়ার খুব অল্প সময়ের মধ্যেই মারা যায়।
শনিবার বিকাল থেকে মনজুর ও তার স্ত্রী পলি খাতুন হাসপাতালেই আইসোলেশনে আছেন। সেখানেই পলির জ্বর আসে বলে জানান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল।
তিনি রোববার সন্ধ্যায় বলেন, “দুপুরে পলি খাতুনের জ্বর দেখলাম ১০১ ডিগ্রি। তিনি মানসিকভাবে বিপর্যস্ত। সে কারণেও জ্বর হতে পারে। আমরা ওষুধ দিয়েছিলাম। বিকালে জ্বর একটু কমেছে। আজকের রাতটা পর্যবেক্ষণে রাখব। জ্বর না বাড়লে সোমবার ছুটি দিয়ে দেব।”
নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে- এমন প্রাথমিক ধারণা থেকে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ।