লাভ ক্ষতির হিসাব না মেলায় উপজেলা নির্বাচনে সিদ্ধান্তহীনতায় বিএনপি

আজকের পত্রিকা প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২২

এই সরকারের অধীনে নির্বাচনে গিয়ে লাভ হবে না, এ হিসাব কষে জাতীয়সহ সব নির্বাচন বয়কট করে চলেছে বিএনপি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এখনো প্রকাশ্যে দলটির অবস্থান সেটিই। কিন্তু ভেতরে ভেতরে এক ধরনের দোনামোনা রয়েছে। যেহেতু দলীয় প্রতীকবিহীন হবে এই ভোট, তাই এতে অংশ নিলে জয়ী হয়ে কিছু উপজেলা তো নিজেদের কবজায় নেওয়ার সুযোগ আছে। দলটির নেতৃত্বের একাংশ এ ভাবনা ভাবলেও অপরাংশ সেই পুরোনো পথে—তাতে লাভ কী!


লাভক্ষতির এ হিসাব মেলাতে না পারায় ভোটে যাবে কি যাবে না, এ বিষয়ে কোনো স্থির সিদ্ধান্তে আসতে পারছে না বিএনপি। দলটির কেন্দ্রীয় ও তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।


উপজেলা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দলের অবস্থান সম্পর্কে জানতে চাইলে গতকাল শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখনো সিদ্ধান্ত নেই নাই। বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা আছে।’


নির্বাচন কমিশনের (ইসি) ঘোষণামতে, সব ঠিক থাকলে চলতি বছরের প্রথম ধাপে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপে ২৫ মে উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের কথা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us