শীর্ষ ভিডিও স্ট্রিমিং অ্যাপগুলোর আগেই অ্যাপল ভিশন প্রো হেডসেটের জন্য নিজস্ব অ্যাপ এনেছে টিকটক।
ফেব্রুয়ারির শুরুতে হেডসেটটি বাজারে আসার পর থেকেই কোনো অনলাইন প্ল্যাটফর্ম এখনও এর জন্য নিজস্ব অ্যাপ চালু করেনি। এর মধ্যে রয়েছে ইউটিউব ও নেটফ্লিক্স।
কয়েকটি প্রতিবেদন থেকে ইঙ্গিত মিলেছে, হেডসেটটি আদতেই কতটা জনপ্রিয় হয়ে ওঠে সেটি দেখার অপেক্ষাতেই রয়েছে কোম্পানিগুলো আর সে কারণেই ভিশন প্রো’র জন্য ‘ডেডিকেটেড’ অ্যাপের দেখা এখনও মিলছে না।