রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসর। এই আসর ঘিরে বছরজুড়ে অনেকেই অপেক্ষায় থাকেন ঘর-গৃহস্থালির প্রয়োজনীয় পণ্য কিংবা শৌখিন পণ্য কেনার জন্য। বছরজুড়ে কেনাকাটার ফর্দ করে রাখেন, মেলা থেকে কিনবেন বলে।
অপেক্ষার প্রহর শেষে সবাই এখন কেনাকাটায় মেতেছেন বাণিজ্য মেলায়। তবে এবারের মেলায় দেখা গেল ভিন্ন রূপ। ক্রেতারা লেনদেনে ব্যবহার করছেন ডিজিটাল মাধ্যম। অর্থাৎ ক্যাশলেস পেমেন্টে অভ্যস্ত হয়ে উঠছেন মানুষ।