খাবার খাওয়ার থালার সমান আকৃতির এক শাপলাপাতা মাছ। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার অ্যাপালাচিয়ান এলাকায় অ্যাকুয়ারিয়ামে জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছে শার্লট নামের এ মাছটি।
সমুদ্রের তলদেশে যেখানে থাকার কথা, সেই দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে এখন এই মেয়ে মাছটি ২ হাজার ৩০০ মাইল দূরে রয়েছে। অন্তত গত আট বছরে সে তার প্রজাতির কোনো পুরুষ সঙ্গীর সঙ্গে থাকেনি।
অ্যাকুয়ারিয়ামের মালিক বলেন, এখানেই এক বিস্ময়। শাপলাপাতা মাছটি বর্তমানে অন্তঃসত্ত্বা। তার গর্ভে চারটি পোনা আছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এগুলো জন্ম নিতে পারে।