টাকা কে পাবেন- নমিনি না উত্তরাধিকারী?

জাগো নিউজ ২৪ সাইফুল হোসেন প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৬

একটি বিষয় নিয়ে কথা বলার জন্যে সেটা হচ্ছে, নমিনি সংক্রান্ত ছোট্ট একটা আলোচনা। নমিনি বলতে আপনি যখন কোনো ব্যাংকে একাউন্ট খুলতে যাবেন বা কোনো ডাকঘরে কোনো সঞ্চয়পত্র কিনতে যাবেন বা আপনি কোনো আইসিডি ইউনিটে ইনভেস্ট করবেন। অথবা আপনি কোনো শেয়ার মার্কেট ইনভেস্ট করবেন। এসব ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার জন্যে আপনার একটা রিলেশনশিপ তৈরি করতে হয়। সেটা হয় থ্রু ওপেনিং অব অ্যাকাউন্ট।


আপনি যখন এই অ্যাকাউন্ট ওপেন করেন, তখন সেখানে আলাদাকরে ফর্মের মধ্যেই বক্স করে দেওয়া থাকে যে নমিনি আপনি কাকে নিযুক্ত করবেন। মানে আপনি যখন থাকবেন না তখন সেই টাকাটা কার under এ যাবে সেটা নির্ধারণ করার জন্য একজন নমিনির প্রয়োজন হয়। আপনার অনুপস্থিতিতে ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠান তাকেই ডাকবে।


এখন কথা হচ্ছে nominee মূলত কি? নমিনি হচ্ছে আমানতকারীর ইচ্ছা অনুযায়ী একজন ব্যক্তিকে নমিনেট করা বা নির্ধারিত করা যে সে আপনার অনুপস্থিতিতে এই টাকাটার মালিক তিনি হবেন। এখন প্রশ্ন হচ্ছে, সে টাকার আসল মালিক সে হবে? নাকি ওই টাকাটা যার কাছে যাবে সে অন্যান্য উত্তরাধিকারদের মধ্যে বন্টন করবে। এরকম একটা বিষয় বা বিতর্ক অনেকদিন থেকে চলে এসছে।


ব্যাংকিং পাড়াতে, কোনো কোনো ব্যাংক দেখা গেছে যে নমিনিকে টাকা দিয়ে দিয়েছে। আবার কোনো কোনো ব্যাংক বলেছে যে, “কোর্ট থেকে তোমরা সাকসেস সার্টিফিকেট নিয়ে আসো”। এরকম অনেক কেস হয়েছে যে, নমিনিকে যখন ব্যাংক টাকা দিয়েছে তখন তার উত্তরাধিকাররা এসে ব্যাংকে হামলে দিয়েছে। তারা তখন বলে যে, টাকার মালিক তো তারাও। কারণ তারা তার উত্তরাধিকার। এই নিয়ে অনেকদিনের একটা তর্ক বিতর্ক হয়েছে। হওয়ার পরে সেই তর্ক বিতর্ক কে আরো একটু মানে মোমেন্টাম দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us