লিটন দাস ও তাওহিদ হৃদয় আছেনই। এসএ২০ শেষে এ দুজনের সঙ্গে যোগ দিয়েছেন উইল জ্যাকস। ওয়েস্ট ইন্ডিজের অস্ট্রেলিয়া সফর শেষে এসেছেন জনসন চার্লস। তাঁদের কেউ ব্যর্থ হলে হাল ধরার জন্য আছেন মঈন আলী। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিং স্বর্গে এমন ব্যাটিং লাইনআপকে দমিয়ে রাখতে যে রান দরকার, তা করতে পারেনি খুলনা টাইগার্স।
আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ২০ ওভার শেষে তারা তোলে ৮ উইকেটে ১৬৪। রান তাড়ায় কুমিল্লার টপ অর্ডারের বাকিরা ব্যর্থ হলেও হৃদয় ছিলেন শেষ পর্যন্ত। এক ম্যাচ আগেই ১০৮ রানের বিস্ফোরক ইনিংস খেলা হৃদয়ের ব্যাট থেকে এসেছে ৪৭ বলে অপরাজিত ৯১ রানের ইনিংস। ৪০ রান করে তাঁকে সঙ্গ দিয়েছেন জাকের আলী। দুজনের যুগলবন্দীতে ১৬.৩ ওভারে ৭ উইকেট হাতে রেখেই খুলনার রান টপকে যায় কুমিল্লা।