সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকে পদে যোগ দিয়েছিলেন এক ছাত্রলীগ নেত্রী। কিন্তু শুরু থেকে তিনি অসুস্থতার কথা বলে ছুটি কাটিয়ে চলেছেন। এমনকি গত বছরের ১০ জুলাইয়ের পর থেকে তিনি আর এক দিনও বিদ্যালয়ে আসেননি। অথচ এ সময়ে তাঁর পরপর দেওয়া দুটি তিন মাস মেয়াদি ছুটির আবেদন মঞ্জুর করেনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এর মাধ্যমে তিনি সরকারি চাকরিবিধিও লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
ওই শিক্ষকের এই দীর্ঘ অনুপস্থিতিতে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। অথচ ছুটিতে থাকার পুরো সময়টাতে তাঁকে রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়মিত উপস্থিত থাকতে দেখা গেছে। এমনকি সরকারি চাকরিতে যোগ দেওয়ার পর তিনি নতুন করে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদে পদও পেয়েছেন।