অ্যামাজনে থাকা নিজের শেয়ার বিক্রির ধারা অব্যাহত রেখেছেন জেফ বেজোস। সাম্প্রতিক দিনগুলোয় সব মিলিয়ে চারশ কোটি ডলারের বেশি মূল্যের শেয়ার বিক্রি করেছেন মার্কিন এই ধনকুবের।
১৯৯৪ সালে বেজোসের প্রতিষ্ঠিত এ প্রযুক্তি জায়ান্ট কোম্পানিটি বলেছে, এ মাসে নিজের দুই কোটি ৪০ লাখ অ্যামাজন শেয়ার বিক্রি করেছেন তিনি।
কোম্পানির নির্বাহী চেয়ারম্যানের পদে থাকা বেজোস সর্বশেষ অ্যামাজনের শেয়ার বিক্রি করেছিলেন ২০২১ সালে।
এ মাসের শুরুতে কোম্পানিটি বলেছিল, আগামী বছরজুড়ে পাঁচ কোটি শেয়ার বিক্রি করার পরিকল্পনা করেছেন বেজোস, যার বর্তমান বাজারমূল্য ৮৪০ কোটি ডলার।
গেল শুক্রবার আদালতে জমা দেওয়া এক নথিতে এ শেয়ার বিক্রির প্রথম পর্বের ঘোষণা দেয় অ্যামাজন, যেখানে বিক্রি হয়েছে এক কোটি ২০ লাখ শেয়ার। আর মঙ্গলবার আরও এক কোটি ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেয় কোম্পানিটি।