উত্তর কোরিয়া বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আজ বুধবার পূর্ব উপকূল থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী দাবি করেছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বিবৃতিতে জানায়, স্থানীয় সময় আজ সকাল ৯টায় বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। ওয়ানস্যান শহরের উত্তর-পূর্বে পানিতে ক্ষেপণাস্ত্রগুলো পাওয়া যায়। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ গোয়েন্দা সংস্থা বিষয়টি বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করছে।