হানিফ ফ্লাইওভারে যাত্রী ওঠানামা বন্ধ হবে কবে?

দেশ রূপান্তর প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০২

রাজধানীর সবচেয়ে ব্যস্ততম মেয়র হানিফ ফ্লাইওভারে মাঝ পথে যাত্রী ওঠানামা করায় দিনের পর দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ফ্লাইওভারটি। ফ্লাইওভারের যত্রতত্র যাত্রী ওঠানামার ফলে অন্য গাড়িও দুর্ঘটনার স্বীকার হচ্ছে। এই ফ্লাইওভার দিয়ে পথচারিদের হাঁটা চলা নিষেধ থাকলেও কেউ মানছে না নিয়ম।


খোঁজ নিয়ে জানা যায়, ফ্লাইওভারটি উদ্বোধন করা হয় ২০১৩ সালের অক্টোবরে। চার লেনবিশিষ্ট এই ফ্লাইওভার বকশীবাজার মোড় থেকে শনিরআখড়া পর্যন্ত বিস্তৃত। গুলিস্থান থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ১১ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ ‘মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার’। সরকারি-বেসরকারী অংশীদারির (পিপিপি) ভিত্তিতে এই ফ্লাইওভার নির্মাণে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। পদ্মা সেতু চালু হওয়ার পর এই ফ্লাইওভার দিয়ে গণপরিবহন চলাচলা কয়েক গুন বেড়েছে। তবে ফ্লাইওভার কর্তৃপক্ষের নজরদারি অভাবে ব্রীজ দিয়ে পথচারিদের চলাচল করতে দেখা যায়। হুটহাট বাস থামিয়ে যাত্রী ওঠা-নামা করায় দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। প্রতিনিয়ত এই সড়কে দুর্ঘটনা ঘটতে থাকে। মূলত মাঝ পথে কোনো নজরদারি না থাকায় বাসগুলো ইচ্ছেমতো যাত্রী ওঠানামা করে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us