ঋতুচক্রের ঘুর্ণিপাকে বছর ঘুরে আবার এসেছে সেই সময়, যখন প্রকৃতি নিজেই যেন হয়ে ওঠে ভালোবাসায় আকুল। গাছে গাছে ফুল ফুটেছে, বাতাসে বইছে বসন্তের আগমনী গান। কাল ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, একই সঙ্গে ফাগুনের আগুন দিনের শুরু।
বসন্ত আর ভালোবাসা দিবসে প্রিয় মানুষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন তরুণ-তরুণী থেকে শুরু করে মোটামুটি সব বয়সের মানুষেরাই। ভালোবাসার সেই ফুলে এবার লেগেছে মূল্যস্ফীতির বাতাস! ফুলের রাজা গোলাপের দাম ঠেকেছে ১০০ টাকায়।
রাজবাড়ীতে তিন-চার দিনের ব্যবধানে গোলাপ ফুলের দাম বেড়েছে কয়েক গুণ। ১৫ থেকে ২০ টাকার গোলাপ ফুল এখন মান ভেদে ৫০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। চার দিনের ব্যবধানে এত দাম বেড়ে যাওয়ায় অবাক হয়েছেন ফুল কিনতে আসা ‘ভালোবাসার’ ফেরিওয়ালারা।