জাতীয় দলকে তিন সংস্করণেই নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। একটি টেস্ট, একটি টি-টোয়েন্টি ও সাতটি ওয়ানডেতে তিনি বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেছেন। বিপিএলের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়কত্বও করছেন।
কিন্তু লিটনকে দীর্ঘ মেয়াদে জাতীয় দলের অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়নি। গতকাল বিসিবির বোর্ড সভায় নাজমুল হোসেনকে এক বছরের জন্য তিন সংস্করণের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়।