অনেকেই আছে যারা পরোটা খেতে পছন্দ করেন। বিশেষ করে আবহাওয়া ঠান্ডা হলে মানুষ আলুর পরোটা, পনির পরোটা, কোপির পরোটা খেতে পছন্দ করে। তবে খাবার ব্যাপারে এই দেশে কোনও উত্তর নেই। রাস্তার বিক্রেতারা বিশেষ করে কোনও খাবার নিয়ে পরীক্ষা নিরীক্ষায় পিছিয়ে নেই। প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে একই ধরনের রেসিপি দেখতে পাওয়া যায়।
কিন্তু বর্তমানে, অন্যান্য পরোটা বাদ দিয়ে, চকোলেট পরোটা সোশ্যাল মিডিয়ায় সমস্ত লাইমলাইট দখল করেছে। এই নিয়ে মানুষ উৎসাহের সঙ্গে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামের @yumyumindia হ্যান্ডেলে -এর একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে আপনি দেখতে পাবেন যে একজন ব্যক্তি পরোটা ভর্তি করার জন্য চকোলেট স্টাফিং তৈরি করছেন।