ইউরোপীয় নাগরিকদের কৃত্রিম বুদ্ধিমত্তা শেখানোর উদ্দেশ্যে আড়াই কোটি ইউরো (প্রায় দুই কোটি ৭০ লাখ ডলার) খরচের প্রতিশ্রুতি দিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল।
সোমবার দেওয়া এ ঘোষণায় গুগল বলেছে, তারা বিভিন্ন সামাজিক পরিষেবা ও অলাভজনক সংস্থার জন্য এমন অ্যাপ্লিকেশন চালু করেছে, যার সহায়তায় এ প্রযুক্তির দক্ষতা শেখা থেকে লাভবান হতে পারেন, এমন ব্যক্তিদের কাছে পৌঁছানো সম্ভব হবে।