নগদ সহায়তা কমানোর প্রজ্ঞাপন জারির ১৩ দিনের মাথায় তা আবার সংশোধন করা হয়েছে। সরকারের সিদ্ধান্তের পর আজ সোমবার এ বিষয়ক সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশোধিত নগদ সহায়তার এ সিদ্ধান্ত কার্যকর হবে ১ ফেব্রুয়ারি থেকে। এর আগে গত ৩০ জানুয়ারি এ–সংক্রান্ত যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, সেখানে ১ জানুয়ারি থেকে তা কার্যকরের কথা বলা হয়েছিল।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া আগের মতোই নতুন বাজার হিসেবে গণ্য হবে। এসব বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে ৩ শতাংশ নগদ সহায়তা মিলবে। গত ৩০ জানুয়ারির প্রজ্ঞাপনে এসব বাজারে রপ্তানির ক্ষেত্রে নগদ প্রণোদনা বাতিল করা হয়েছিল। এ ছাড়া আগের প্রজ্ঞাপনে পাঁচ এইচএস কোডের বিপরীতে রপ্তানি হওয়া ৫ পণ্যে নগদ সহায়তা প্রত্যাহার করা হলেও নতুন প্রজ্ঞাপনে সেসব পণ্যে নগদ সহায়তার সুবিধা ফিরিয়ে দেওয়া হয়েছে। এ পাঁচ পণ্য হচ্ছে নিট কাপড়ের তৈরি টি-শার্ট, শার্ট, ট্রাউজার, ওভেন কাপড়ের জ্যাকেট ও ব্লেজার। এর বাইরে ৩০ জানুয়ারি জারি হওয়া প্রজ্ঞাপনে যেসব খাতে নগদ সহায়তা যা কমানো হয়েছিল, তা বহাল থাকবে বলেও নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে।