ভারতের বিহার রাজ্যের বিধানসভায় প্রত্যাশা মতো আস্থা ভোটে জয়ী হলেন জেডিইউ নেতা নিতীশ কুমার। প্রয়োজনের তুলনায় শাসক জোট অতিরিক্ত ভোট পেতে চলেছে নিশ্চিত হওয়ার পর আরজেডি, কংগ্রেস ও বামপন্থীরা সভা কক্ষ ত্যাগ করেন।
বিরোধীদের ওয়াক আউটের পর কণ্ঠ ভোটে আস্থা প্রস্তাব পাস হলেও নিতীশ কুমার ভোট গণনার দাবি জানান। দেখা যায়, আস্থা প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৩০টি, বিরুদ্ধে একটিও নয়। ফলে আগামী বছর বিধানসভার নির্বাচন পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকা নিশ্চিত করে ফেললেন তিনি।