বাংলাদেশের ক্রিকেটের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বেই ছিলেন গাজী আশরাফ হোসেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক থেকে হয়েছিলেন বোর্ড পরিচালকও। তবে এবার একেবারেই ভিন্ন এক ভূমিকায় দেখা যাবে তাঁকে।
আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে নতুন প্রধান নির্বাচক হিসেবে তাঁর নাম ঘোষণা করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীনের স্থলাভিষিক্ত হবেন তিনি।