কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে দেখা গেছে, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে বাংলাদেশের আর্থিক হিসাবের ঘাটতি কিছুটা কমে ৫ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা এক মাস আগের চেয়ে কিছুটা বেশি।
চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে আর্থিক হিসাবের ঘাটতি ছিল ৫ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।
মূলত কোনো দেশের বিদেশি লেনদেনর ভারসাম্য বা ব্যালেন্স অব পেমেন্টের (বিওপি) একটি প্রধান উপাদান আর্থিক হিসাব।