You have reached your daily news limit

Please log in to continue


ফ্লাইওভার–মেট্রোরেল–এক্সপ্রেসওয়ের পরও দুর্গতির শহরে গতি ফিরছে না

রাজধানীবাসীকে যানজটের যন্ত্রণা থেকে মুক্তি দিতে ছয়টি মেট্রোরেল প্রকল্পের একটি চালু করেছে সরকার। আংশিক খুলে দেওয়া হয়েছে একটি এলিভেটেড এক্সপ্রেসওয়েও। কিন্তু বিপুল খরচে নির্মিত এই দুই যোগাযোগ অবকাঠামো চালুর পরও যানজট পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি।

২০১৫ সালের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা (আরএসটিপি) অনুযায়ী, ঢাকায় দৈনিক ট্রিপ হয় প্রায় ৩ কোটি ৬০ লাখ। গত ৯ বছরে তা বেড়ে ৪ কোটি ছাড়িয়েছে। একজন যাত্রী যানবাহনে উঠে গন্তব্যে পৌঁছানোকে একটি ট্রিপ ধরা হয়। মেট্রোরেলে এখন আড়াই লাখ যাত্রী যাতায়াত করে। সে হিসাবে আসা-যাওয়া মিলে মেট্রোরেলে ট্রিপ হয় ৫ লাখ। আর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ট্রিপ হয় ৫৪ হাজারের মতো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন