একটি শহুরে পরিবারের গল্প

আজকের পত্রিকা প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৭

প্রতিবছরের মতো এবারও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি হচ্ছে একগুচ্ছ নাটক। টেলিভিশনের পাশাপাশি প্রচার হবে ইউটিউবেও। নানা ধরনের প্রেম-ভালোবাসার গল্পের ভিড়ে বিশেষ এই দিবস উপলক্ষে পারিবারিক প্রেমের গল্প নিয়ে রুবেল হাসান তৈরি করলেন নাটক ‘আমার সংসার’। আকবর হায়দার মুন্নার গল্পে চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন।


একটি শহুরে পরিবারের গল্প আমার সংসার। নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও তারিন জাহান। নাটকটি দিয়ে দীর্ঘদিন পর ছোট পর্দায় একসঙ্গে অভিনয় করলেন তাঁরা দুজন। নাটকের গল্পে দেখা যাবে, তারিন একটি করপোরেট অফিসের কর্মকর্তা। নিজের কাজ ও ক্যারিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত থাকে। ব্যস্ততার কারণে সন্তানকেও প্রয়োজনীয় সময়টুকু দিতে পারে না সে। একদিন হঠাৎ মেয়ে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে ভর্তি করাতে হয়। তীব্র উৎকণ্ঠা আর বিবেকের কশাঘাতে তার উপলব্ধি হয়, শুধু ক্যারিয়ারের জন্যই নয়, পরিবারের জন্যও প্রয়োজনীয় সময় দেওয়া প্রয়োজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us