গাজার মিশর সীমান্তবর্তী রাফাহ নগরীতে ইসরায়েল অভিযান চালালে জিম্মি মুক্তি নিয়ে আলোচনা ‘মুখ থুবড়ে পড়বে’ বলে হুঁশিয়ার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী শসস্ত্র গোষ্ঠী হামাস।
রোববার হামাসের এক নেতা এ হুঁশিয়ারি দেন। হামাস পরিচালিত আকসা টিভি চ্যানেল এই নেতার বক্তব্য প্রচার করেছে।
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাস্তুচ্যুত বেশির ভাগ ফিলিস্তিনি রাফাহ নগরীতে আশ্রয় নিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর মধ্যেই সেখানে অভিযান বিস্তৃত করার ঘোষণা দিয়েছেন।
নেতানিয়াহুর কার্যালয় বলেছে, তারা সেনাবাহিনীকে রাফাহ নগরী খালি করা এবং সেখানে থাকা হামাসের ব্যাটেলিয়নগুলো ধ্বংসের পরিকল্পনা করার নির্দেশ দিয়েছে।