নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

সমকাল প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৪

সরকারের পদত্যাগ, নেতা-কর্মীদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভারত-বাংলাদেশ এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


নতুন কর্মসূচি হলো- আগামী মঙ্গল ও বুধবার দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ ও তাদের স্মরণে সব মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।


এ ছাড়া শনিবার (১৭ ফেব্রুয়ারি) সব জেলা সদরে, রোববার (১৮ ফেব্রুয়ারি) সব উপজেলা এবং সোমবার (১৯ ফেব্রুয়ারি) ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে বিএনপি।


রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীন দলের সিন্ডিকেটরা আরও বেশি বেপরোয়া হয়ে লুটপাটে মেতে উঠেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলেছে। সেই সঙ্গে বাড়ি ভাড়া বাড়ছে জ্যামিতিক হারে, যেখানে নেই কোনো নীতিমালা। অথচ মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ভাড়ায় ডুপ্লেক্স বাড়িতে থাকেন সচিবরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us