যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পৃথকভাবে পাকিস্তানের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানিয়েছে। দেশগুলো নির্বাচনে নানা অনিয়ম অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। দুপক্ষই নিজেদের বিজয়ী ঘোষণা করেছে।