হোয়াটসঅ্যাপে নিজস্ব চ্যানেল খুলবেন যেভাবে

প্রথম আলো প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৩

হোয়াটসঅ্যাপে নিজস্ব চ্যানেল খুলে সহজেই বেশিসংখ্যক ব্যক্তিকে হালনাগাদ তথ্য জানানোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে জরিপও চালানো যায়। ফলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজস্ব চ্যানেলের সদস্যদের একসঙ্গে হালনাগাদ তথ্য জানানো ছাড়াও বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত নিতে পারে। একমুখী হওয়ায় সদস্যরা চ্যানেলের কোনো পোস্টে মন্তব্য করতে পারেন না। শুধু প্রতিক্রিয়া জানাতে পারেন। হোয়াটসঅ্যাপে চ্যানেল খোলার পদ্ধতি দেখে নেওয়া যাক।


চ্যানেল খোলার জন্য প্রথমে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে ওপরে প্রদর্শিত অপশন থেকে ‘আপডেটস’–এ ট্যাপ করতে হবে। এরপর চ্যানেলসের পাশে থাকা ‘প্লাস’ আইকন ট্যাপ করলে একটি পপআপ বক্স দেখা যাবে। সেখানে থাকা ‘ক্রিয়েট চ্যানেল’ অপশনে ট্যাপ করতে হবে। এবার ‘ক্রিয়েট এ চ্যানেল টু রিচ আনলিমিটেড ফলোয়ার্স’ টাইটেলসহ একটি পপআক্স চালু হবে। সেখানে চ্যানেল–সম্পর্কিত তথ্য ও শর্তাবলি দেখা যাবে। এরপর নিচে থাকা কনটিনিউ বাটনে ট্যাপ করে পরের পৃষ্ঠায় ‘চ্যানেল নেম’–এর ঘরে সংক্ষেপে চ্যানেলের নাম লিখতে হবে। এবার নিচের ‘ডেসক্রিপশন’ বক্সে চ্যানেলটির পরিচিতি সংক্ষেপে লিখে ওপরে থাকা ‘ফটো’ আইকন ট্যাপ করে একটি ছবি যুক্ত করতে হবে। এরপর নিচে থাকা ‘ক্রিয়েট চ্যানেল’ বাটনে ক্লিক করলেই চ্যানেল তৈরি হয়ে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us