যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি বাড়ির ছাদে ৮ ফুট দীর্ঘ ধাতব বস্তু দেখা গেছে। বাড়ির লোকজনের সন্দেহ, এটি কোনো উড়োজাহাজ থেকে পড়েছে।
সারা ও ফাবিয়ান লিমা বলেন, মাউন্ট এয়ারি পাড়ায় তাঁদের বাড়ির ছাদে তাঁরা গত মঙ্গলবার ওই বস্তু প্রথম দেখেছিলেন এবং এই ধাতব বস্তু কীভাবে সেখানে এল, তা নিয়ে তাঁরা ভেবে কূল পাচ্ছিলেন না।
ফাবিয়ান লিমা সিবিএস ফিলাডেলফিয়াকে বলেন, ‘বস্তুটি দেখতে অবিকল উড়োজাহাজের জানালার অংশের মতো। তবে এই এলাকায় কোনো উড়োজাহাজের দরজা খুলে গেছে বা হারিয়ে গেছে, এমন কোনো কিছু শোনা যায়নি। তাই আমি যা বলছি, সেটি ঠিক কি না, বলতে পারছি না। তবে আমার কাছে এটি মনে হচ্ছে।’