এবার ‘দাঁতের ব্রাশ’ থেকেও সাইবার হামলার ঝুঁকি!

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৭

ইন্টারনেট অফ থিংস বিষয়টির সঙ্গে যাদের পরিচয় নেই, প্রথম তথ্যটিই হয়তো তাদের চোখ কপালে তুলে দেবে– টুথব্রাশেও ইন্টারনেট সংযোগ! এই তথ্যের পরের ধাপ হচ্ছে- এমন লাখ লাখ টুথব্রাশ থেকে তৈরি হয়েছে বড় ধরনের হ্যাকিংয়ের শঙ্কা।


এ টুথব্রাশগুলোকে ‘বটনেট’ নামের এক ক্ষতিকারক ব্যবস্থার সঙ্গে সংযোগ ঘটিয়ে ‘ডিডিওএস’ শ্রেণির আক্রমণ চালানো যেতে পারে  – এমনই সতর্কবার্তা দিয়েছেন নিরাপত্তা গবেষকরা। এ ধরনের আক্রমণে বিভিন্ন ওয়েবসাইট ও সার্ভারে বিশাল পরিমাণ ডেটা ট্রাফিক পাঠিয়ে সার্ভার অকেজো করে দেওয়া যায়।


এর ফলাফল হিসেবে বিভিন্ন শীর্ষ ওয়েবসাইট অফলাইনে চলে যাওয়ার শঙ্কাও রয়েছে বলে উঠে এসেছে সুইস সংবাদপত্র আরগুয়ার জেইটাংয়ের প্রতিবেদনে। এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করা সংবাদপত্রটির দাবি, এতে করে লাখ লাখ ডলারের অর্থও চুরি হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us