আমি ডাক্তার বানাব সুন্দরভাবে: কেন্দ্র পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১২

চিকিৎসকদের সংখ্যা বাড়ানোর ওপর জোর না দিয়ে মানসম্পন্ন চিকিৎসক গড়ে তোলার লক্ষ্যের কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সামন্ত লাল সেন।


শুক্রবার সকালে এমবিবিএস ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে তিনি বলেন, “আমি ডাক্তার বানাব সুন্দরভাবে। কোয়ান্টিটি নয়, কোয়ালিটি সম্পন্ন ডাক্তার যাতে বাংলাদেশে হয়, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”


দেশের ১৯টি কেন্দ্রের ৪৪ স্থানে এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হয় সকালে। এর মধ্যে ঢাকায় কেন্দ্র পড়েছে পাঁচটি, ঢাকার বাইরে রয়েছে ১৪টি।


সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।


পরীক্ষা সুষ্ঠু হচ্ছে জানিয়ে তিনি বলেন, “আমি রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনায় সবার সঙ্গে টেলিফোনে কথা বলেছি। এখন পর্যন্ত পরীক্ষা সুষ্ঠুভাবে হচ্ছে। আমি আশা করি পরীক্ষা সুষ্ঠুভাবে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us