You have reached your daily news limit

Please log in to continue


ভারত মাঠ ছেড়ে যাওয়ায় চিন্তায় ছিলেন বাংলাদেশ অধিনায়ক

থ্রিলার মুভির গল্পকেও যেন হার মানিয়েছে বাংলাদেশ-ভারত ২০২৪ নারী সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনাল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে গতকাল হয়েছে নাটকের পর নাটক। নাটকীয়তায় পরিপূর্ণ ম্যাচের ফল হতে সময় লেগেছে প্রায় পাঁচ ঘণ্টা। 

বাংলাদেশ-ভারত সাফ ফাইনালের নাটকীয়তার শুরু টাইব্রেকার থেকে। টাইব্রেকারে দুই দলই শট নিয়েছেন ১১টি করে। বাদ যাননি দল দুটির গোলরক্ষকও। বাংলাদেশ, ভারত দুই দলই ১১টি করে গোল করেছে। এখানেও যখন ম্যাচের ফল হলো না, তখন টসের জন্য দুই অধিনায়ককে ডাকলেন শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া ডিলন। এখান থেকে জন্ম নিল এক বিতর্ক। টস জিতে যখন লাফিয়ে উঠলেন ভারত অধিনায়ক নিতু লিন্ডা, তখন বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার ঠাঁই দাঁড়িয়ে। বাংলাদেশ অধিনায়ক বুঝতেই পারলেন না এই টস কীসের জন্য। ভারত যখন শিরোপা উল্লাসে মেতে উঠলো, তখনই টনক নড়ল বাংলাদেশের খেলোয়াড় আর কর্মকর্তাদের। বাংলাদেশ প্রতিবাদ জানালে আবার খেলতে বলা হয় ভারতীয় ফুটবলারদের। এরপর ভারতীয় ফুটবলাররা মাঠ ছেড়ে চলে যান। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন