বিজেপিশাসিত ভারতের উত্তরাখন্ড রাজ্যের বিধানসভায় পাস হয়ে গেল বিতর্কিত অভিন্ন দেওয়ানি বিধি বিল। গতকাল বুধবার এ–সংক্রান্ত বিল পাস হয়েছে। এখন তা পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। তাঁর সম্মতি পেলেই বিলটি আইনে পরিণত হবে। স্বাধীনতা–উত্তর ভারতের প্রথম রাজ্য হবে উত্তরাখন্ড, যেখানে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে।
এই বিল পাস করাতে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। গতকালই তা শেষ হয়। মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি এই কারণে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন।