কৃষিপণ্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে অর্ধযুগ আগে সরকার যে ব্যবস্থাটি আইনের রূপ দিয়েছিল, এখন পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি।
ব্যবস্থাপনা এমন হওয়ার কথা ছিল, যেখানে পণ্যের উৎপাদন খরচ কত, পাইকারি ও খুচরা পর্যায়ে মুনাফার সর্বোচ্চ হার কত, সেই তথ্য ক্রেতাদের জন্য প্রকাশিত থাকবে। ফলে তাদের দরকষাকষির ভিত্তি তৈরি হত।
কিন্তু সে পথে না গিয়ে ব্যবসায়ীদের ডেকে ‘নসিহত’, অনুরোধ বা ‘হুঁশিয়ারি’ দিয়ে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা যে কাজ করছে না, সেটাও স্পষ্ট।
বাজারে পাইকারি ও খুচরা দরের মধ্যে দামের পার্থক্য বিস্তর। কিন্তু ক্রেতাদের ধারণা থাকে না পাইকারিতে আসলে দাম কত।
দাম বেড়ে যাওয়ার পর খুচরা বিক্রেতা সব সময় বলেন, পাইকারিতে দাম বেড়েছে। পাইকারিতে বলা হয়, তারা ন্যূনতম মুনাফায় পণ্য বিক্রি করে। কৃষক দাম পায় না- এমন একটি ধারণাও সাধারণের মনে প্রতিষ্ঠিত।