ওপারে থেমে থেমে গুলি, এপারে আতঙ্ক

প্রথম আলো প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৯

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলার থাইংখালী বাজার থেকে দেড় কিলোমিটার পূর্বে রহমতের বিল এলাকা। ওখান থেকে আধা কিলোমিটার পূর্বে মিয়ানমারের সীমান্ত ঢেঁকিবনিয়া। গতকাল মঙ্গলবার দুপুরে রহমতের বিল এলাকায় গিয়ে দেখা যায়, স্থানীয় বাসিন্দাদের চোখেমুখে আতঙ্ক।


অনেকে ঘর ছেড়ে আত্মীয়স্বজনদের বাড়িতে চলে যাচ্ছেন। চোখেমুখে আতঙ্কের ছাপ, কখন গুলি এসে গায়ে পড়ে!


দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রহমতের বিল এলাকায় অবস্থান করে থেমে থেমে ওপার থেকে গুলির শব্দ শোনা গেছে। গুলির শব্দের সঙ্গে সঙ্গে লোকজন ঘরে ঢুকে যাচ্ছে। কিছুক্ষণ পর আবার বের হচ্ছে। সেখানে থাকা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সতর্ক করছেন। আবার স্থানীয় লোকজন গণমাধ্যমকর্মীদেরও সতর্ক করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us