একের পর কোচ বদলেছে, বস্তায় বস্তায় টাকা খরচ হয়েছে, কিন্তু দুই মৌসুম ধরে চেলসির অবস্থার কোনো পরিবর্তনই হলো না। টমাস টুখেল ও গ্রাহাম পটারের পর এখন মরিসিও পচেত্তিনোর অধীনও ব্যর্থতায় হাবুডুবু খাচ্ছে স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি। গতকাল রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে উলভসের বিপক্ষে তারা হেরেছে ৪-২ গোলে। এ হারের পর পয়েন্ট তালিকায় ২৩ ম্যাচ শেষে চেলসির অবস্থান ১১ নম্বরে।
ব্যর্থতার দায়ে এখন স্বাভাবিকভাবেই চেলসি কোচ পচেত্তিনোর ছাঁটাইয়ের জোর গুঞ্জনও শোনা যাচ্ছে। এমনকি পচেত্তিনোকে ছাঁটাইয়ের পরোক্ষ দাবি উঠেছে চেলসির খেলোয়াড়ের পরিবার থেকেও। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, সরাসরি না বললেও ইঙ্গিতের মাধ্যমে এমন দাবিই করেছেন চেলসি সেন্টারব্যাক থিয়াগো সিলভার স্ত্রী ইসাবেলে সিলভা।