গাজায় হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে সোমবার ২৪ ঘণ্টায় ২৪ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
গাজার দক্ষিণের শহর খান ইউনিসের দখল নিতে গত সপ্তাহ থেকে সেখানে অভিযান শুরু করেছে ইসরায়েলের পদাতিক বাহিনী, সঙ্গে আকাশ হামলা তো চলছেই। মিশর সীমান্তের কাছের শহর খান ইউনিসেই হামাসের মূল সদর দফতর রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। বলেছে, গত ৭ অক্টোবর হামাসের যে অংশটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে ১২শ’র বেশি মানুষকে হত্যা করেছে তারা খান ইউনিস থেকেই এসেছিল।
সর্বশেষ সেনা নিহতের বিষয়ে মঙ্গলবার সকালে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রেয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, একটি রকেট প্রপেলার গ্রেনেড একটি ট্যাঙ্কে আঘাত করতে ২১ ইসরায়েলি সেনা নিহত হয়। ওই ট্যাঙ্কটি ইসরায়েলি বাহিনীকে কাভার করছিল। একই সময়ে দুইটি দ্বিতল ভবনে বিস্ফোরণ হয়। ইসরায়েলি সেনারা ওই দুটি ভবনে বিস্ফোরক রেখে সেগুলো উড়িয়ে দিতে গিয়েছিল। কিন্তু তারা সরে যাওয়ার আগেই বিস্ফোরণ হয়ে ভবন দুটি ধসে পড়ে।