চলতি মাসের শুরুর দিকে বাজারে চালের দাম কেজিতে চার থেকে ছয় টাকা বেড়ে যায়। এরপর ১৭ জানুয়ারি ব্যবসায়ীদের চার দিনের মধ্যে চালের দাম কমিয়ে আনার নির্দেশনা দিয়েছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সেই সময় পেরিয়ে গেছে। এর মধ্যে বাজারে অভিযানও চালাচ্ছে খাদ্য মন্ত্রণালয়। তবু রাজধানীর চালের বাজারে এর বড় কোনো প্রভাব পড়েনি।
ঢাকার বাইরে দেশের চাল উৎপাদনের জেলা হিসেবে খ্যাত দিনাজপুর, বগুড়া, নওগাঁ ও কুষ্টিয়ায় চালের দাম পাইকারি বাজারে কেজিতে ১ থেকে ৩ টাকা পর্যন্ত কমেছে। কোথাও দাম কমেছে ১ থেকে ২ টাকা, কোথাও ২ থেকে ৩ টাকা। এ দাম কমার পরও তা আগের অবস্থায় ফেরেনি। গতকাল কুষ্টিয়ায় পাইকারি বাজারে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হয়েছে ৬৪ টাকায়।
এক সপ্তাহ আগে এ দাম ছিল ৬৬ টাকায়। আর মোটা চাল ২ টাকা কমে বিক্রি হয়েছে ৫০ টাকা কেজি। এ ছাড়া কুষ্টিয়ার মোকামে জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সরু চালের দাম কার্যকর হয়েছে। গত রোববার মোকামে প্রতি কেজি সরু চালের দাম ৬২ টাকা নির্ধারণ করা দেওয়া হয়েছিল।