২৯ দিনের বইমেলায় ‘বোনাস’ মেট্রোরেল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৪, ১০:২১

হাতে সময় নেই দশ দিনও; বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে চলছে জোর প্রস্তুতি। বাঁশের খুঁটির ওপর টিনের ছাউনি দিয়ে চলছে সারি সারি স্টল বানানোর কাজ। খুঁটিনাটি অঙ্গসজ্জার কাজও শুরু হয়ে গেছে কোনো কোনো স্টলে। যথারীতি ভাষার মাসের প্রথম দিন পর্দা উঠবে অমর একুশে বইমেলার।


২০২৪ সাল অধিবর্ষ, তাই ফেব্রুয়ারিজোড়া এই বইমেলা এবার হবে ২৯ দিনের। প্রতিবারের মত এবারও ১ ফেব্রুয়ারি বিকাল ৩টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


দেশের সবচেয়ে বড় এই বই উৎসব পরিণত হয় লেখক পাঠক মিলনমেলায়। মূল মঞ্চে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান, মাসব্যাপী সেমিনার। পাশাপাশি শিশু-কিশোরদের জন্য থাকে চিত্রাঙ্কন, সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন।


তালিকাভুক্ত ৬০১টি প্রকাশনা সংস্থা ছাড়াও প্রায় ৬০টি নতুন প্রকাশনা প্রতিষ্ঠান ইতোমধ্যে স্টল বরাদ্দ চেয়ে আবেদন করেছে। মঙ্গলবার ডিজিটাল লটারির মাধ্যমে পুরানো এবং নতুন তালিকাভুক্ত প্রকাশনার জন্য স্টল বরাদ্দ করা হবে। এবার ২০টির বেশি নতুন প্রকাশনা সংস্থা মেলায় স্টল পেতে পারে বলে আভাস দিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির কর্মকর্তারা।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us