চীনের অর্থনৈতিক পরিস্থিতি ভালো না হলেও দেশটির গাড়িশিল্প পশ্চিমাদের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২৩ সালে সবচেয়ে বেশি গাড়ি রপ্তানি করেছে চীন, জাপানকে ছাড়িয়ে গেছে তারা। এই পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলোর ভয়, চীন কি আরও একবার পশ্চিমা দেশগুলোতে শিল্পায়নের কারণ হবে।
দ্য ইকোনমিস্ট-এর সংবাদে বলা হয়েছে, ১৯৯৭ থেকে ২০১১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতে ১০ লাখ মানুষ কাজ হারিয়েছেন চীনের উত্থানের কারণে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেন। একই সঙ্গে দেশে দেশে শিল্পনীতি গ্রহণ করা হয়। এসবের প্রভাবে চীনের প্রবৃদ্ধির গতি কমলেও সম্প্রতি দেশটির গাড়িশিল্পের বিস্ময়কর উত্থান হয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলোর আবার ভীতি ধরে গেছে।