বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্থাপিত হয়েছে নতুন অ্যাথলেটিক্স টার্ফ। এখনো কোনো প্রতিযোগিতা আয়োজিত হয়নি নতুন টার্ফে। এর আগেই টার্ফের সুরক্ষা ও স্থায়ীত্ব নিয়ে শঙ্কিত অ্যাথলেটিক্স ফেডারেশন।
অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, 'ফুটবল মাঠে পানি ছিটানোর সময় পানি ও ময়লা টার্ফে পড়ছে। টার্ফে মাটি ও ময়লা জমলে নষ্ট হতে পারে।’ ফুটবল ফেডারেশন মাঠ সংস্কার নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে অভিযোগের কাঠগড়ায় ইতোমধ্যে দাঁড় করিয়েছে। এবার সেই খাতায় নাম লিখিয়েছে অ্যাথলেটিক্স ফেডারেশনও।