সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রজুড়ে শীতকালীন ঝড় ও তুষারপাতে ব্যাপক প্রাণহানি হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর (এনডব্লিউএস) জানিয়েছে, এই আবহাওয়া আরও কিছুদিন ধরে চলবে।
তুষারপাত, বৃষ্টি ও ভারি বর্ষণে গত সপ্তাহে ৮৩ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে সিবিএস নিউজ। টেনেসিতে মারা গেছে ১৯ জন এবং ওরেগনে ১৬ জন। রাস্তায় একটি গাড়িতে ঝুলে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়ির ৩ আরোহীর মৃত্যু হয়েছে।
তাছাড়া, ইলিনয়, পেনসিলভানিয়া, মিসিসিপি, ওয়াশিংটন, কেনটাকি, নিউ ইয়র্ক, নিউ জার্সিসহ আরও কয়টি রাজ্য থেকেএসেছে মৃত্যুর খবর ।
গত সপ্তাহে উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকা এবং দক্ষিণের কিছু অংশে ছিল প্রচণ্ড শীত। এ সময় বাড়িঘর ও ব্যবসায়িক দপ্তর উষ্ণ রাখতে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড প্রাকৃতিক গ্যাস ব্যবহার করতে হয়।
কিছু রাজ্যে তীব্র তুষারপাত হচ্ছে এখনও। গভীর বরফে চালকদের রাস্তায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। তীব্র ঠান্ডা ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের অনেক এলাকায় হিমাঙ্কের ৪৫ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমেছে তাপমাত্রা।