ফুটবলের শীর্ষ দুই পুরস্কার ব্যালন ডি'অর এবং ফিফা দ্য বেস্ট (ফিফা বর্ষসেরা) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের পর্তুগিজ উইঙ্গারের মতে, এই দুই পুরস্কারের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে।
পর্তুগিজ ক্রীড়া সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন রোনালদো। লক্ষণীয় ব্যাপার হচ্ছে, ২০২২/২৩ মৌসুমে ব্যালন ডি'অর এবং ফিফা বর্ষসেরার পুরস্কার জিতে নিয়েছেন রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি।