‘বাংলাদেশের ফুটবলে তেল-বাটার মারতে না পারলে খেলতে পারবেন না’

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৪, ২০:৪৪

৪ বছর আগে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা ‘জিপিএস’-এর তথ্য অনুযায়ী ঘণ্টায় ৩২.০৪ কিলোমিটার গতিতে দৌড়ে খেলেছেন মাহবুবুর রহমান সুফিল। এই গতির পরিসংখ্যানটি তখনকার  কোচ মারুফুল হকই দিয়েছিলেন। গতি শুধু নয়, স্কিল দিয়ে খেলে জাতীয় দলে প্রায় ৪ বছর মাঠ মাতিয়েছেন সুফিল। হঠাৎ করে ২০২২ সাল থেকে ছন্দপতন। মালয়েশিয়া থেকে হাভিয়ের কাবরেরার অধীনে লাল-সবুজ দলের হয়ে খেলে এসে সেই যে ছিটকে গেছেন, এখন তো দলছুট এক তারকা! আশার কথা অনেক দিন পর চলমান প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে আগের দিনই জোড়া গোল করে আবারও আশার আলো দেখছেন। মাঝে ক্যারিয়ারের দুঃসময় নিয়ে তার কণ্ঠ থেকে বেরিয়েছে ঝাঁজালো মন্তব্য। 


২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বসুন্ধরা কিংসে খেলেছেন সুফিল। প্রথম দুই বছর মোটামুটি খেলতে পারলেও পরের দুবার সাইড বেঞ্চে সময় কাটিয়েছে। খেলার জন্য ঐতিহ্যবাহী মোহামেডানে যোগ দিলেও সেখানে দুর্গতি কাটেনি। শুরুর দিকে সেভাবে খেলার সুযোগ পেয়েছেন কমই। এরপর তো চোটের কারণে ছিটকে পড়েছিলেন। সবমিলিয়ে ৫টির মতো ম্যাচ খেলেছেন। শুধু তাই নয়, নির্ধারিত পারিশ্রমিকও পাননি সেভাবে। এ নিয়ে সুফিলের ক্ষোভ কম নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us