শীতকালীন ঝড়ে নাকাল অবস্থা যুক্তরাষ্ট্রের। এখন পর্যন্ত ৫০ জনের প্রাণহানি ঘটেছে। কয়েক হাজার ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকা। স্থানীয় আবহাওয়া অধিদফতর বলছে, সপ্তাহের শেষে আরেক দফা তুষারঝড়ের সম্ভাবনা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
উত্তরপশ্চিম প্রশান্ত মহাসাগরীয় থেকে উত্তরপূর্ব এবং মিসিসিপি পর্যন্ত দক্ষিণে চলতি সপ্তাহে অন্তত নয়টি অঙ্গরাজ্যে প্রাণহানির খবর পাওয়া গেছে।