ঝামেলাই ছাড়ছে না বোয়িংকে, একের পর এক দুর্ঘটনায় পড়ছে মার্কিন প্রতিষ্ঠানটির উৎপাদিত উড়োজাহাজ। সর্বশেষ ঘটনায় ইঞ্জিনে আগুন লেগে যাওয়ায় ফ্লোরিডায় জরুরি অবতরণ করেছে একটি কার্গো ফ্লাইট। ভাগ্যক্রমে বেঁচে গেছেন উড়োজাহাজে থাকা যাত্রীরা। খবর দ্য গার্ডিয়ান।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, উড়তে থাকা অ্যাটলাস এয়ারের বোয়িং ৭৪৭-৮ কার্গো উড়োজাহাজটি থেকে বের হয়ে আসছে আগুনের শিখা।
অ্যাটলাস এয়ার এক বিবৃতিতে বলছে, উড্ডয়নের পরপরই ইঞ্জিন বিকল হয়ে যায়। এ কারণে আগুন লাগতে পারে। তবে পাইলটের বুদ্ধিতে দ্রুত ফ্লাইটটি মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এতে কারো তেমন কোনো ক্ষতি হয়নি।