চলমান আফ্রিকা কাপ অব নেশন্সে বড় চোট ধাক্কা খেলো মিশর। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে দুই ম্যাচের জন্য ছিটকে গেছেন প্রাণভোমরা ও দলটির অধিনায়ক মোহাম্মদ সালাহ। মিশর দুঃসংবাদ শুনলেও শেষ ষোলো নিশ্চিত হয়েছে সেনেগাল ও কেপ ভার্দের।
মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, মিশর কোয়ার্টার ফাইনালে যেতে না পারলে লিভারপুল তারকা সালাহর আপাতত ফেরার সম্ভাবনা নেই। ঘানার বিপক্ষে ২-২ ড্র হওয়া ম্যাচটিতে ৩১ বছর বয়সী প্রথমার্ধের শেষ দিকে বেঞ্চ থেকে মাঠে নেমেছিলেন। চোটের কারণে সোমবার কেপ ভার্দের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার খেলা হবে না। শেষ ষোলোতে মিশর কোয়ালিফাই করলে সেটাতেও বাইরে থাকবেন তিনি।