ফ্রান্সের কাছ থেকে ছয়টি সিজার হাউইৎজার কিনেছে ইউক্রেন। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীর বরাতে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) খবরটি নিশ্চিত করেছে রয়টার্স।
এ ছাড়াও রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করতে কিয়েভে প্রতি মাসে ৫০টি নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র পাঠাবে প্যারিস।
ফ্রান্স ইন্টার রেডিওর সঙ্গে কথা বলার সময় ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু বলেন, ‘সিজার প্রস্তুতকারক নেক্সটার হাউইৎজারের উৎপাদন সময় অর্ধেক করে ১৫ মাস করতে পেরেছে, যার অর্থ এই বছর প্রায় ৭৮টি ইউনিট পাওয়া যাবে।’