অ্যাডিলেড টেস্টে পাত্তাই পেল না ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের শেষবেলায় উইন্ডিজের ব্যাটিং বিপর্যয়ের পরই ফল নিশ্চিত হয়ে গিয়েছিল। শুধু আনুষ্ঠানিকতা বাকি ছিল। তৃতীয় দিনের প্রথম সেশনেই সেটা শেষ করেছে অস্ট্রেলিয়া, তুলে নিয়েছে ১০ উইকেটের বিশাল জয়। দুই টেস্ট সিরিজে এখন ১-০ তে এগিয়ে স্বাগতিকরা।
৬ উইকেটে ৭৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২২ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শুরু করা ক্যারিবিয়ানরা শেষ পর্যন্ত লিড নিতে পেরেছিল ২৫ রানের। ৩৫ রানে পাঁচ উইকেট নিয়ে সফরকারীদের একাই ম্যাচ থেকে ছিটকে দেন জশ হ্যাজেলউড। অ্যাডিলেডে সাদা পোশাকে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন এই পেসার। প্রথম উইকেটে ৪৪ রানে ৪ উইকেট নেয়া হ্যাজেলউডের ম্যাচ পরিসংখ্যান ৭৯ রানে ৯ উইকেট।
এরপর সহজ কাজটা সহজেই সেরেছে অস্ট্রেলিয়া। ২৬ রানের টার্গেট ৬.২ ওভারের মধ্যে ছুঁয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ১১৯ রানের দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে লিড এনে দেয়া ট্র্যাভিস হেড হয়েছেন ম্যাচসেরা।