ভারতের সহিংসতা ও বিভাজনমূলক নীতিতে উদ্বেগ জানিয়ে ইউরোপীয় সংসদে প্রস্তাব পাস
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৪, ২২:০০
ভারতে সহিংসতা, ক্রমবর্ধমান জাতীয়তাবাদী বক্তব্য ও বিভেদমূলক নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় পার্লামেন্টে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। চলতি বছরই দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া লোকসভা নির্বাচনের আগে ইউরোপীয় সংসদে গৃহীত হলো এমন প্রস্তাব। প্রস্তাবে ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্যমূলক কর্মকাণ্ড, দেশটিতে প্রচলিত বিদেশীদের সহায়তা নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন এবং নাগরিক ও সংগঠনের বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের নেতিবাচক প্রভাব ইত্যাদি বিষয় উঠে এসেছে।