‘টেক্কা’র পর ফেলুদায় হাত সৃজিতের, আসছে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’, কবে থেকে শুটিং?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৪, ১৮:৫৫

বাঙালির প্রিয় গোয়েন্দা তিনি। তাই প্রদোষচন্দ্র মিত্র পর্দায় হাজির হলে তা নিয়ে দর্শকদের বাড়তি কৌতূহল থাকেই। ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যাচ্ছে, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তাঁর পরবর্তী ফেলুদার ওয়েব সিরিজ়ের কাজে হাত দিতে প্রস্তুত। এই মুহূর্তে সৃজিত দেব এবং রুক্মিণী মৈত্রকে নিয়ে ‘টেক্কা’ ছবির শুটিংয়ে ব্যস্ত। ছবির শুটিং শেষ হলেই তিনি ফেলুদার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন।


২০২২ সালে সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মের তরফে ঘোষণা করা হয় যে ফেলুদার পরবর্তী অভিযান তৈরি হবে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ গল্প অলম্বনে। গত বছর জানুয়ারী মাসে এই সিরিজ়ের শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বছর ঘুরলেও সিরিজ়ের কাজ এগয়নি। বরং সৃজিত তাঁর ব্যোমকেশ সিরিজ়ের শুটিং শুরু করেন। তবে চলতি বছরে ওটিটিতে যে ফেলুদা তাঁর তরুপের তাস হতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। সৃজিতের ফেলুদা টিমে আগের মতোই টোটা রায়চৌধুরী (ফেলুদা), অনির্বাণ চক্রবর্তী (জটায়ু) এবং কল্পন মিত্র (তোপসে) থাকছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us