যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র যৌথভাবে যেভাবে ইয়েমেনে হামলা চালিয়েছে, তাতে লাভ হচ্ছে হুতিদেরই। কারণ, তারা চাইছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মতো শক্তি তাদের ওপর হামলা করুক। এই বার্তাই তারা দেশের জনগণকে দিতে চাইছিল। বিশেষজ্ঞদের একটি বড় অংশ এমনটাই মনে করছে।
বিশেষজ্ঞরা বলছেন, ইরানের মদদপুষ্ট এসব বিদ্রোহী দেশের মানুষকে দীর্ঘদিন ধরেই বোঝানোর চেষ্টা করছে, তারা যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মতো শক্তিগুলোর সঙ্গে লড়াই চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের সরাসরি আক্রমণ তাতেই সিলমোহর লাগিয়ে দিল।
ওয়াশিংটন ইনফরমেশন রিসার্চ সেন্টার ফর ইয়েমেনের সাবেক ডিরেক্টর হিশাম-আল-ওমেইসি ডয়চে ভেলেকে বলেন, আট বছর ধরে হুতি বিদ্রোহীরা তাদের বন্ধুদের বলার চেষ্টা করছে, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছে। ফলে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের এই আক্রমণ তাদের সেই দাবিকে জিতিয়ে দিল।